প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ
গ্লোবাল সুপার লিগে সাকিবের অপরাজিত ফিফটি
গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসান অভিষেকটা রাঙালেন হাফ সেঞ্চুরিতে। বৃহস্পতিবার প্রভিডেন্সে তার দল দুবাই ক্যাপিটালস আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রান করেছে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৩১ রানে ২ উইকেট পড়লে সেদিকুল্লাহ অটলের ২৫ বলে ৪১ রানে ঘুরে দাঁড়ায় দুবাই। আফগান ব্যাটার আউট হলে সাকিবে এগিয়ে যায় দল।
অষ্টম ওভারে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব ইনিংসের শেষ ওভারে ৩৫ বলে ফিফটি করেন। ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। জেসে বুটান ১১ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত