প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
চকরিয়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিসহ আটক ৪
চকরিয়ায় পুলিশ জটিকা অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ পলাতক ৪ আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনাখালীর নতুন ঘোনা গ্রামের মোস্তাক আহমেদের ছেলে এস্তাফিজুর রহমান (৪২), ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী যথাক্রমে, পূর্ব বড় ভেওলার ঈদমনি গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ূন কবির(৩৮), কাকারার মাইজ কাকারা গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৩১) ও হারবাংয়ের বাজারপাড়া গ্রামের নুরু হোসেনের ছেলে এহসানুল কবির (২৮)।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনকে বিকেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত