পাহাড়ী জনপদ ঈদগড়ে সৃজন সেচ্ছাসেবী সং গঠনের কার্যকরী সদস্য রুবেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে ঈদগড় বাজার চত্বরে এমন কর্মসূচির আয়োজন করেছেন এই সংগঠনের নেতৃবৃন্দসহ এ.এম.বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ।
জানা যায়, ২১ জুলাই মাগরিবের নামাজের পর ধর্ষণ সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাজার পরিচালনা কমিটির সঙ্গে জরুরি সভা চলাকালে ঐ হামলার ঘটনা ঘটে।
হামলা শিকার তারেকুল ইসলাম রুবেল জানান, ঐ সময় তিনি বাজারে উপস্থিত ছিলেন। জৈনক বাবুল নামের এক ব্যাক্তির ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে তাকে ডেকে নিয়ে গায়ে হাত তুলে ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
মানববন্ধনে বক্তারা এ হামলাকে পূর্বপরিকল্পিত আখ্যা দিয়ে ঐ হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই ধরনের আচরণ বাজার এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, সামাজিক সম্প্রীতির পরিপন্থী।
সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা কপিল উদ্দিন বাবলুকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানালেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি আহ্বান জানান।