কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনের সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সে ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ সভাপতি পদপ্রার্থী আবু তাহের জানালেন- এ নির্বাচনে তিনি যদি নির্বাচিত হন তাহলে মার্কেট কেন্দ্রীক পানি নিস্কাশন ব্যবস্থা দূরীকরণ, স্যানিটাইজ ব্যবস্থা ও ব্যবসায়ীদের বিপদ আপদে পাশে থাকার অঙ্গিকার করেন।
মার্কেটে উৎসবমুখর পরিবেশে এমন নির্বাচনে সহ সভাপতিসহ বিভিন্ন পদে একাধিকজন প্রতি দ্বনদ্বিতা করছেন। ব্যবসায়ীদের কাছে ভোটও চাইছেন।
আগামী ২রা আগষ্ট ১৪০ জন ভোটারের ভোটে সহ সভাপতি পদপ্রার্থী দেয়ারঘড়ি প্রতীকে আবু তাহেরকে জয়যুক্ত করে মার্কেটসহ ব্যবসায়ী সমিতির উন্নয়ন এবং সেবা করার সুযোগ চাই। ###