কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ গ্রেফতার হয়। রবিবার (৩ আগস্ট) দিনগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তাকে কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত জুলাই বিপ্লবের সহিংসতা মামলায় মডেল থানা হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার চেয়ারম্যান রফিক আহমদ নির্বাচনী সহিংসতা মামলা ও হত্যা মামলার আসামি। সে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদে আসীন ছিল।