২৪’র জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরচার হাসিনা সরকার পতনের বিজয়ের ১বছর পূর্তি উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ
আয়োজনে এক বর্ণাঢ্য বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিজয় মিছিলে মহাসড়কে নেতাকর্মীদের ঢল নামে।
মঙ্গলবার (৫আগস্ট) বিকেল ৫টার দিকে চকরিয়া পৌরশহরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ও পৌরসভা বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহিমের নেতৃত্বে বিজয় মিছিল করা হয়।
বিজয় মিছিল শেষে পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.আবদুর রহিমের সঞ্চালননায় চকরিয়া জনতা টাওয়ারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এস.এম আবুল হাসেম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজী, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ.এম ওমর আলী, পৌর যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম ফোরকান, সাধারণ সম্পাদক এডভোকেট মনোহর আলম, উপজেলা শ্রমিকদলের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লাল্টুসহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, পৌরসভার সকল ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এদিকে, বেলা গড়ার সাথে সাথে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা নানা রঙয়ের ফেস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে পৃথক পৃথক ভাবে বিজয় মিছিলের অংশ গ্রহণ করে
সমাবেশ স্থলে যোগ দেন।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে জেলা বিএনপির শামীম আরা স্বপ্না বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২৪’র জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করা হয়। দেশের মানুষের শুধু একটাই এখন দাবি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, হাসিনা দিল্লিতে বসে তার দোসরদের নিয়ে দেশকে অরাজকতা সৃষ্টির পায়তারা করে যাচ্ছেন। তাই সকলকে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত ও সজাগ থাকার জন্য আহবান জানান।##