আলোকিত ব্যাক্তি,উদার মানসিকতায় সম্পন্ন মানবিক চিকিৎসকের ব্যতিক্রমী গল্প। মো: ইউসুফ আলীই সফল ব্যাক্তি। এমন মানুষ আগামীর দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে। মানবিক মূল্যবোধ তাঁর মাঝেই লুকিয়ে আছে।
ডা: মো: ইউসুফ আলী দেশের ভিন্ন এক জেলার মানুষ। চিকিৎসক হিসেবে ঈদগাঁওতে এসেছেন দীর্ঘবছর ধরে। সকলের সাথে নিবিড় সম্পর্ক তাঁর। আবার অনেকে তাকে নিয়ে ভিন্ন মতও পোষন করেন।
যারা আলোকিত মানুষদেরকে সম্মান করতে জানেনা,সেই সমাজে কখনো আলোকিত মানুষ জন্মায়না। মানব সেবা ছুটে যান তিনি। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রেখে অবহেলিত জন পদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ডা:মো: ইউসুফ আলী।
ঈদগাঁও মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়ে অসহায়,হতদরিদ্র,গরীব পরিবারের লোকজনদেরকে বিনা অর্থে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে। তিনি দীর্ঘকাল ধরে অসহায়-গরীব রোগীদেরকে ফ্রি-তে চিকিৎসাসহ ওষুদ দিয়ে যাচ্ছেন। চাইলেই তিনি এখানকার মানুষের পাশে না দাঁড়িয়ে নিজ জন্মস্থানে অসহায় লোকজনের পাশে অবস্থান নিতে পারতো। সেটা একমাত্র ঈদগাঁওয়ের মানুষকে ভালবাসে বলেই। চিকিৎসক মো: ইউসুফ আলীর প্রতি রোগীদের আস্থা আছে বলেই পুরাতন ভবন পেরিয়ে নতুন ভবনেও প্রত্যান্ত পাড়া মহল্লার রোগীদের ভীড় চোখে পড়ার মতো।
বিগত সময়ে করোনার মত কঠিন দু:সময়ে করোনা আক্রান্ত হওয়ার পরও থামিয়ে রাখেননি মানবসেবাসহ ঈদগাঁওর বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত গ্রামগঞ্জে অসহায় মানুষের পাশে সহায়তা প্রদান কার্যক্রম।
হিন্দু-মুসলিম ভেদাভেদ না রেখে সকলকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করে প্রশংসায় ভাসছিলেন তিনি। অনেক অসহায় পরিবার তাঁর জন্য দোয়াও করেছেন।
এমনকি মাস্ক, সাবান ও হাত ধোঁয়ার করার উপকরন বিতরন করে ছিলেন এ চিকিৎসক। সে সময়ে কর্মহীন হয়ে পড়া বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন মাদ্রাসার শিক্ষক,আলেম ওলামাদেরকে অর্থ সহায়তা প্রদান করে নজির স্থাপন করেছিলেন তিনিই ডা: মো: ইউসুফ আলী।
মানব সেবার মতো মহৎ পেশার পাশাপাশি তাঁরই পরিচালনাধীন ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় একঝাঁক শিশু ইসলাম শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তিনি পাহাড়ী এলাকায় আদর্শ একাডেমী প্রতিষ্টা করে ভিন্ন ভিন্ন নৃ-গোষ্টির মাঝে শিক্ষাদান দিয়ে যাচ্ছেন। এছাড়া বহু মসজিদ, মাদ্রাসাসহ মহৎ কাজে সহযোগিতার দিচ্ছেন প্রায় সময়।
বর্তমান সমাজে আলোকিত মানুষদের কাজকর্মকে অনেকেই ভিন্ন দৃষ্টিতে দেখে। ভাল কাজের স্বীকৃত নেই বরং উল্টো ভিন্নমত। তিনিই সবকিছুকে ডিঙিয়ে মানবিক কাজকর্মে এগুচ্ছেন প্রতিনিয়ত। ডা: ইউসুফ আলী ঈদগাঁওর নানা শ্রেনী পেশার মানুষের হৃদয়ে একজন ভাল মানুষ হিসেবে স্থান পেয়েছে।