ঈদগাঁওতে 'ইউনিটি হেলথ কেয়ার হাসপাতাল' উদ্বোধন উপলক্ষ্যে মতবিনিময় সভা হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
গতকাল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল উদ্যোক্তা ও চেয়ারম্যান নুরুল হুদা।
মতবিনিময় সভা পরিচালনা করেন হাসপাতাল পরিচালক মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন হাসপাতালের উপদেষ্টা আবুল কালাম। অংশ নেন প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক রায়হান উল মুরসালিন, অর্থ পরিচালক ইয়াসেরসহ অন্যান্য পরিচালক ও অতিথিবৃন্দ।
বক্তারা আলোচনায় এই হাসপাতালকে একটি আধুনিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। মানুষের কল্যাণে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করায় হবে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
শেষে হাসপাতালটির চেয়ারম্যান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিকনির্দেশনা, উন্নত চিকিৎসা সুবিধা ও আধুনিক স্বাস্থ্যসেবার সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন
উল্লেখ্য যে, কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় বৃহৎ জনগোষ্ঠীর মাঝে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন ঈদগাঁও মডেল হাসপাতাল, ঈদগাঁও মেডিকেল সেন্টার ও ঈদগাঁও আধুনিক হাসপাতাল।