কক্সবাজারের রামুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি সফল অভিযানে ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৮০,০০০ পিস ইয়াবা উদ্ধার এবং একজন আটক করা হয়েছে।
২২আগস্ট ২০২৫ তারিখ দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে বিজিবির সদস্যরা টহল তৎপরতা জোরদার করে একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করেন।
প্রাথমিকভাবে চালক মোঃ ইব্রাহীম (২৬), পিতা- মোঃ শামসুল আলম, গ্রাম- পালংখালী, ডাকঘর- বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে তেলের ট্যাংকির ভিতর আলাদা করে তৈরি করা বক্স থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা।
উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ সীমান্তে অবস্থিত রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যেই বেসামরিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।