ইন্টার মিয়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস জানিয়েছেন, বুধবার রাতে অরল্যান্ডো সিটির বিপক্ষে চেজ স্টেডিয়ামে লিগ কাপের সেমিফাইনালে নামার আগে লিওনেল মেসি ও জর্ডি আলবার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মেসি ডান পায়ের পেশিতে হালকা চোটের কারণে ২০ আগস্ট টাইগ্রেস উএএনএল-এর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি। অন্যদিকে, একই ম্যাচে দ্বিতীয়ার্ধে হাঁটুর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আলবাকে। এ কারণে শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএস ম্যাচেও ছিলেন না দুজনেই।
মেসিকে নিয়ে তিনি বলেন, ‘লিও অনুশীলন করেছে, যা খুবই ইতিবাচক। আশা করি সে দলে থাকবে। তবে এ ধরনের ইনজুরির বিষয় প্রতিদিনই মূল্যায়ন করতে হয়। আগামীকাল সকালে তার অবস্থা দেখেই সিদ্ধান্ত হবে।’