কক্সবাজার বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের ব্যক্তিগত সহকারী এবং সাবেক কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন(৫৬) এর জানাযার নামাজ বৃহস্পতিবার (২৮ আগস্ট)আসরের নামাজের পর বিকাল ৫ টায় হাজিপাড়া কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে । এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কক্সবাজার বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে জানাযার মাঠে এক শোকাবহ পরিবেশ বিরাজ করে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে,
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ০৭ টার সময় মোসলেহ উদ্দিন নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সে দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস,কিডনি,হার্ডের জঠিল রোগে ভোগছিলেন। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়া এলাকার সুনামধন্য সমাজকর্মী আবুল কাসেম ও মাতা মছুদা বেগমের ২য় পুত্র। জাহাঙ্গীর আলম ভুট্টু(ভুট্টু মুন্সি এবং গিয়াস উদ্দিন জিকু চেয়ারম্যানের মেজ ভাই। কক্সবাজার সদর উপজেলা শাপলা কুঁড়ি কচি কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম এর ছোট ভাই।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, ৬ ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।