কক্সবাজার বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের ব্যক্তিগত সহকারী এবং সাবেক কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন(৫৬) আর নেই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ০৭ টার সময় নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। সে দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস,কিডনি,হার্ডের জঠিল রোগে ভোগতেছিলেন। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়া এলাকার সুনামধন্য সমাজকর্মী আবুল কাসেম ও মাতা মছুদা বেগমের ২য় পুত্র। জাহাঙ্গীর আলম ভুট্টু(ভুট্টু মুন্সি এবং গিয়াস উদ্দিন জিকু চেয়ারম্যান মেজ ভাই এবং কক্সবাজার সদর উপজেলাে শাপলা কুঁড়ি কচি কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম এর ছোট ভাই।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, ৬ ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজনরা রেখে যান। আজ বিকাল আসরের নামাজের পর ০৫:০০ টায় হাজিপাড়া কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গনে নামাজে জানাজা অুষ্ঠিত হবে।
##