যশোরের বেনাপোল পোর্ট থানার ৮নং ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামে মিজানুর কসাই (৪০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে নিজ বাড়ির ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে হত্যার কারণ ও কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।###