আধুনিক সমাজ বির্নিমানে যুব সংগঠনে ভূমিকা অপরিসীম। এলাকায় অপরাদ দূরীকরণ, গ্রামীন রাস্তাঘাটে ক্ষুদ্র পরিসরে উন্নয়নে জনকল্যানে ভূমিকা রাখা যেতে পারে। এছাড়াও সামাজিক শিক্ষা ও ক্রীডার ক্ষেত্রে যুবসংগঠন প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারে।
শিক্ষা প্রতিষ্ঠানমূখী ছাত্রছাত্রীরা যাতে মোবাইল ডিজাইস থেকে দূরে থাকে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করতে পারে, সামাজিক অনি যম এবং অসঙ্গতির বিষয়ে পাড়া মহল্লা ভিত্তিক উঠান বৈঠকের মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীর মাঝে সচেতনতা তৈরী করায় হচ্ছে যুব সংগঠনে কাজ।
শুক্রবার ঈদগাঁওর আলমাছিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আয়োজিত জমকালো আলাচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি রেহেনা আকতার কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়া। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখে,
কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনার রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, সাবেক ব্র্যাক কর্মকর্তা মীর মোহাম্মদ নোমান।
কেক কেটে পঞ্চম প্রতিষ্ঠাবাষিকী উদযাপনের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় সকলেই করতালী দিয়ে শুভেচ্ছা জানান। পরে সংগঠনের নানা সাংগঠনিক কাজকর্মে সক্রিয় ভূমিকা পালন করায় চারজনকে সম্মাননা পত্র প্রদান করা হয়৷
বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম,সংগঠনের সহ সভাপতি কক্সবাজার সর কারী কলেজ প্রভাষক জাহাঙ্গীর আলম, চুনতি মাদ্রাসার অধ্যাপক ও সংগঠনের নিবাহী সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মুহসিন,সংগঠন সদস্য
ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য সহকারী এনামুল হক।
সদস্য মিজানুল হকের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক রিগ্যান, সদস্য ও পোকখালী ইউনিয়ন পরিষদ মেম্বার সালাউদ্দিন কাদের।
প্রতিষ্ঠাবাষিকী আলোচনা সভা উপস্থিত ছিলেন,
মেহেরঘোনা রেঞ্জের বিট কর্মকর্তা ফিরোজ, পরি সংখ্যান তদন্তকারী মিজবাহুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক আমীনুর রশিদ,দপ্তর সম্পাদক মামুনর
রশিদ রিয়াদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো : ফাহিম, ক্রীড়া সম্পাদক মো: ইদ্রিস, ত্রান ও কর্মসংস্থান সম্পাদক ইব্রাহিম, শিক্ষা সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম,কার্যনিবাহী সদস্য মো: ইব্রাহিম, মিজানুর রহমান,বেলাল উদ্দিন আফগানী,মুবিন, ইউনুছ, ইসমাইল বেলাল, আনোয়ার হোসেন ও শরীফসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে ফিতা কেটে সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন যুব উন্নয়ন কর্ম কর্তাসহ অপরাপর অতিথিরা। অনুষ্ঠানের পূর্বে প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ফুল গাছের চারা রোপন করেই কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে।
শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মসজিদের খতিব মাওলানা এনামুল হক ইসলামাবাদী।