প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের পরিকল্পনায় পুতিনের হুঁশিয়ারি
ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, ইউক্রেনে যেকোনো পশ্চিমা সেনা রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হবে। খবর রয়টার্সের।
প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধোত্তর নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ উদ্যোগের আওতায় স্থল, সমুদ্র ও আকাশপথে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।
ম্যাক্রোঁ জানান, ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে ফোনে কথা বলেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এই নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা চূড়ান্ত হবে।
ফরাসির প্রেসিডেন্টের ঘোষণার পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে, ইউক্রেনে তাদের সামরিক অভিযানের অন্যতম কারণ হলো কিয়েভকে ন্যাটোর সদস্য করা এবং ইউক্রেনে ন্যাটো বাহিনী মোতায়েনে বাধা দেয়া।
ভ্লাদিভোস্টকে এক অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, ‘যদি কিছু সেনা সেখানে (ইউক্রেনে) উপস্থিত হয়, বিশেষ করে এখন, এই সামরিক অভিযানের সময়, তাহলে আমরা জানাচ্ছি যে সেগুলো হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।
তিনি আরও বলেন, ‘এবং যদি এমন সিদ্ধান্ত নেয়া হয় যা শান্তির দিকে, দীর্ঘমেয়াদী শান্তির দিকে পরিচালিত করে, তাহলে আমি ইউক্রেনের ভূখণ্ডে তাদের উপস্থিতির কোনো অর্থ দেখতে পাচ্ছি না।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত