প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
ভুটানের রাষ্ট্রদূত মৌসুমি ফল পাঠালো খালেদা জিয়ার কাছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়। ফলের ঝুড়ি গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইং সদস্য শাইরুল কবির খান।এ সময় ড. মঈন খান বেগম জিয়ার পক্ষে রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত