চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করণের দাবিতে কক্সবাজারের ঈদগাঁওতে দীর্ঘ লাইন মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও সাধারন মানুষরাও অংশগ্রহণ করেছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ঈদগাঁও বাস ষ্টেশনস্থ পেট্রোল পাম্পের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,“চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে মহা সড়কে। কিন্তু সড়কে সীমিত পরিসর যানজটের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তির শেষ নেই। নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। তাই জরুরী ভিত্তিতে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা ছাড়া বিকল্প নেই।”
এ সময় সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে সক্রিয়ভাবে অংশ নেন।
বক্তারা আরও বলেন,“বিশ্বমানের পর্যটন নগরী কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকের যাতায়াত নির্বিঘ্ন করতে হলে সরকারকে দ্রুত এই প্রকল্প গ্রহণ করার আহবান জানান।