কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার বীর মুক্তিযোদ্ধা মাস্টার আমান উল্লাহর জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইউসুপের খিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন। নামাজের পূর্বে বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মাস্টার আমান উল্লাহ ১৯৫৬ সালে ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইউসুপের খিলে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে ঈদগাঁও হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭২ সালে কক্সবাজার কলেজ থেকে এইচএসসি এবং পরে ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষকতা জীবনে তিনি বোয়ালখালী জুনিয়র হাইস্কুল, পোকখালী হাইস্কুল, ঈদগাহ উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম স্টিলমিল, ঈদগাহ জাহানারা উচ্চ বিদ্যালয় ও খুটাখালি তমিজিয়া ফাজিল মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা শেষে ২০১৫ সালে অবসর নেন।
তিনি স্থানীয় মসজিদ ও হেফজখানার আমৃত্যু সভাপতি এবং মৃত্যুর আগ পর্যন্ত ঈদগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ছিলেন।
উল্লেখ্য যে, মরহুম মুক্তিযোদ্ধা মাস্টার আমান উল্লাহ স্ট্রোকজনিত কারণে ১৬ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে রামুর জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক - কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ শোক জানিয়েছে।