প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
চকরিয়ায় বাস থেকে ছুঁড়ে মারে নবজাতককে, হাসপাতালে মৃত্যু
চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতু এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে এ লাশটি উদ্ধার করে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে প্রথমে তারা হতবাক হয়ে যান। পরে কয়েকজন সাহস করে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, স্থানীয়রা প্রথমে মহাসড়কের পাশে পড়ে থাকা নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত শিশু-বিশেষজ্ঞ ডা. পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নবজাতকটি মঙ্গলবার রাতের কোনো একসময় বা বুধবার ভোরে জন্মগ্রহণ করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নবজাতকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী, জন্মের পর অবাঞ্ছিত এই শিশুকে কেউ চলন্ত গাড়ি থেকে মহাসড়কের ওপর ফেলে দিয়ে পালিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে আর বাঁচানো যায়নি।পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকালের দিকে ওই নবজাতকের দাফন সম্পন্ন করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় একটি সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত