লোহাগাড়ার চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবসে লাখো মানুষের ঢল নেমেছে।
২২সেপ্টেম্বর (সমাপনী দিন) শেষে মঙ্গলবার ফজরের পূর্বে সীরাতুন্নবীর আখেরী মোনাজাতে অংশ নিতে বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লীরা জমায়েত হন বিশাল মাহফিলের মাঠসহ আশপাশ এলাকা।
অলিকুল শিরোমনি আশেকে রাসুল (সা.), মোজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (স.) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহম্মদ (রহ,আ) শাহ ছাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী মাহফিলের সমাপনী দিবসে বক্তব্য রাখেন, মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, মাওলানা ড. এনায়েত উল্লাহ আব্বাসী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। সমাপনী বক্তব্য রাখেন, সীরাত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী।
উপস্থিত ছিলেন, সীরাত কমিটি (ঈদগাঁও কমিটির সভাপতি ও চুনতি ফাতেমা বতুল (রা:) মহিলা ফাজিল মাদ্রাসার ইসলামী ইতিহাসের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মুহসিন, গনমাধ্যম কর্মী সেলিম উদ্দিন ও এম আবু হেনা সাগর।
ফজরের নামাজের আগ মুহূর্তে মিলাদ ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ড. এনায়েত উল্লাহ আব্বাসী। দূরদূরান্ত থেকে আগত মুসল্লীরা মোনাজাতে গভীর কান্নায় নিমজ্জিত হয়। মোনাজাতে দেশ- জাতি ও বিশ্ব মুসলিমের কল্যান কামনায় বিশেষ ভাবে দোয়া কামনা করেন।
মোনাজাতে ফিলিস্তিনে মুসলমানদের উপর চরম জুলুম নির্যাতন থেকে মুক্তি ও স্বাধীন ফিলিস্তিন রাস্ট্রের জন্য মহান আল্লাহ কাছে প্রা্থনা করা হয়।
সমাপনী দিনে চট্টগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন মুসল্লীরা। ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী মাহফিলে দৈনিক হাজার হাজার নারী পুরুষ তবরুক পরিবেশন করেন। এই মাহফিলকে ঘিরে বসছেন বিশাল বাজার। মহাসড়কের প্রধান গেইট থেকে মাঠ পযন্ত সড়কের দুইপাশে খাদ্য সামগ্রী,কাপড়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সমারোহ।
মাহফিল শেষে ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দীর্ঘলাইনে দাঁড়িয়ে থাকতে সামরিক কষ্ট হয় মুসল্লীদের।