বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আগামী দিনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকেই হযরত ওমর (রা.) এর উত্তরসূরী বের হয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।
সোমবার দুপুরে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু’র উদ্যোগে আয়োজিত আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু’র ভিপি মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে ও জিএস মুহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. হেফজুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ মু’তাসিম বিল্লাহ শাহেদী।
শেষে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় উন্মুক্ত সাংস্কৃতিক পর্ব। এতে প্রধান আকর্ষণ হিসেবে গজল পরিবেশন করেন শিল্পী এডভোকেট রুকুনুজ্জামান ও তুরাগ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।