কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমজাদ হোসেন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত আমজাদ হোসেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের ছোট ভাই।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে আমজাদ হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।