সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় পূজামণ্ডপ পরিদর্শন করেন গণঅধিকার পরিষদ থেকে কক্সবাজার- ১( চকরিয়া - পেকুয়া) আসনের এমপি পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম।
হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপত্তা দিতে ও খোঁজ খবর নিতে তিনি এ পরিদর্শনে আসেন।
তিনি বলেন, আজকের এই সর্বজনীন দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মিলনের অনন্য প্রতীক। এখানে এসে আমি সত্যিই অনুপ্রাণিত বোধ করছি। আমাদের কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) একটি বৈচিত্র্যময় অঞ্চল, এখানে সব ধর্মের, সব মতের মানুষ মিলেমিশে বসবাস করেন। এই সম্প্রীতি, ভালোবাসা আর সহাবস্থানই আমাদের সবচেয়ে বড় শক্তি। দলমত নির্বিশেষে উৎসব সবার। এই চেতনা ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।
আরও জানান, আপনাদের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও নিরাপত্তা আসুক। এই উৎসব হোক আমাদের সমাজে সহমর্মিতা, ভালোবাসা আর ঐক্যের আলোকবর্তিকা।
আপনাদের আমন্ত্রণ, আতিথেয়তা ও ভালোবাসার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় হোক সম্প্রীতির, জয় হোক মানবতার।এ সময় ভিপি নুরুল হক নুরের পক্ষ থেকে পূজা মন্ডপ পরিচালনা কমিটির হাতে নগদ অর্থ সহ দলের গঠনতন্ত্রের বই ও নির্বাচনী প্রচারণের লিফলেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, কৈয়ারবিল ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাকের উল্লাহ, হারবাং এর আহ্বায়ক নাছির উদ্দীন, কৈয়ারবিলের সদস্য সচিব নাজেম উদ্দিন, চকরিয়া উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ মোশাররফ, চকরিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম মোহাম্মদ আদিল প্রমুখ।