কক্সবাজারে চকরিয়া হাঁসের দিঘি এলাকায় রাতে সড়ক গাছ ফেলে ত্রাস সৃষ্টি করে একদল ডাকাত।
গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২ টার দিকে এঘটনা ঘটে। কক্সবাজারের বাণিজ্যিক শহর চকরিয়া থেকে গাড়ি যোগে যাত্রীরা লামা গমন করেন। উৎপেতে থাকা সংঘবদ্ধ ডাকাত দল লামা - চকরিয়া সীমান্তবর্তী নির্জন এলাকায় গাছ ফেলে ব্যারিকেট দিয়ে কয়েকটি গাড়ি আটকে দেয়। এসময় গাড়িতে থাকা যাত্রীরা শোর চিৎকার করলে স্থানীয় লোকজন চকরিয়া থানার পুলিশকে খবর দেয়। চকরিয়া থানার ওসি তৌহিদ আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে ডাকাত দল পালিয়ে যায়। গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।
এ ঘটনায় বুধবার ( ০১ অক্টোবর) চকরিয়া থানার ওসি র নেতৃত্বে দুপুর ১২ টা থেকে ৪ টা পর্যন্ত অভিযান গহীণ জঙ্গলে অভিযান পরিচালনা করেন। এসময় আস্তানায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছেন ফাঁসিয়াখালী ৮নং ওয়ার্ড ওচিতার বিল এলাকার শহরমুল্লুকের ছেলে মো: ওমর ফারুক(২৮), ফয়েজ আহমেদের ছেলে মোহাম্মদ জিসান(১৯), জাকের আহমেদের ছেলে জসিম উদ্দিন(২৬), নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ মোবারক (২৫), আবদুল মজিদের ছেলে আবুল কালাম। এদিকে চকরিয়া থানার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।অভিয়ানে ১টি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, ১টি দেশীয় তৈরী লোহার পাইপগান, ১টি সাদা রংয়ের তাজা কার্তুজ, ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা উদ্ধার দেখানো হয়েছে।