“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো- সযত্নে তোমায় রাখবো আগলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিটি চকরিয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে র্যালিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিন।
এসময় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি শামসুল হক কমিশনার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সালেহ আহমদ, সদস্য মাস্টার আবুল কালাম, মাস্টার রাম প্রসাদ, হাজী রুকুন উদ্দিন, আলহাজ্ব এস.জি.এম আফজাল হোসেন (কাউসার) প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।