কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ সব এমপিওভুক্ত শিক্ষাঙ্গনে কর্মবিরতি পালন করা হয়। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এ কর্মবিরতি চলে।
বাসা ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে গত রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনকালে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এদিন উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা পাঠদান থেকে বিরত থেকে অফিসকক্ষে কিংবা ব্যানার সহকারে প্রতিষ্ঠানের বাইরে দাঁড়িয়ে অবস্থান করতেও দেখা যায়।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাত এই প্রতিবেদককে জানালেন, শিক্ষকদের উপর পুলিশের হামলাসহ ন্যাযদাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে উপজেলা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি পালন করা হয় স্কুল টাইমে।
পাঠদান বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারেনি। এতে তাদের পড়াশোনায় কিছুটা প্রভাব পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন অভিভাবক মহল।