ঈদগাঁও উপজেলার পোকখালীর গোমাতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবার মুহূর্তেই সব হারিয়েছে। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
গতকাল সন্ধ্যায় পোকখালীর ৮নং ওয়ার্ডের পশ্চিম গোমাতলী চরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র মতে,মৃত সিরাজের দুই ছেলের ঘরে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে, আর আশপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই দুই ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রাত আনুমানিক একটায় ঘটনাস্থলে পৌঁছেন ইউএনও বিমল চাকমা। তিনি ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে আর্থিক সহায়তা ও কম্বল তুলে দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহায়তার আশ্বাস প্রদান করে। অন্যদিকে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। তিনিও ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করেন।