পাহাড়ী জনপদ ঈদগড়ের একমাত্র সেচ্ছাসেবী সংগঠন সৃজনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডি কেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ঈদগড় বাজারস্থ সংগঠনের কার্যালয়ে উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদারসহ সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
১৮ অক্টোবর সকাল থেকে দিন ব্যাপী নানা রোগে অসংখ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসকদের আন্তরিক সেবা এবং স্বেচ্ছাসেবকদের পরিশ্রম আর সহযোগিতায় আয়োজন সফল ও সার্থক হয়েছে বলে জানান সৃজনের এক দায়িত্বশীল।
সৃজন সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতে থাকবে বলে জানালেন এডমিন হামিদুল ইসলাম, জাহেদুল ইসলাম ও শহিদুল ইসলাম। এলাকার গরীব-অসহায় রোগীরা বিনা মূল্যে চিকিৎস্যা সেবা পেয়ে সৃজন সংগঠনের নেতৃবৃন্দদেরকে আন্তরিক অভিনন্দন জানালেন এলাকার লোকজন। ক্যাম্পে রোগী দেখেন ডা: মারুফ হোসেন ও নাফিসা নাওয়ার।
তাদের এমন মহতি কার্যক্রমকে সাধুবাদ জানান সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।