সোনালী আমন ধান কাটা শুরুতেই কৃষকের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। এই বছর বাম্পার ফলনেও পেয়ে খুশি কৃষকরা।
মৃদু শীতল বাতাসে পাকা সোনালী আমন ধান দোল খাচ্ছে মাঠে। পাকা ধানের গন্ধে কৃষক দের মনে বইছে প্রফুল্লতা।
মাঠঘাট জুড়ে সোনালী বর্ণ ধারণ করা আমন ধানের নয়নাভিরাম দৃশ্য এখন চোখে পড়ার মত। পাকা ধান কাটতে হাতে কাঁচি নিয়ে মাঠে সময় পার করছেন কৃষকরা। মাঠ থেকে নতুন ধান বাড়িতে তোলার জন্য খুশিতে আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন কৃষাণীরা।
ধান কাটার কাজে নিয়োজিত লোকজনরা ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে কাটছেন ধান।
ঈদগাঁও ইউনিয়নে দক্ষিণ মাইজ পাড়ার কৃষক নুরুল আলম জানান, আমার ধানী জমি থেকে সোনালী আমন ধান কাটা শুরু করলাম। এই বছর অনেক ভালো ফলন হয়। ফলনে খুশি।
ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, মাঠ থেকে সোনালী আমন ধান কর্তন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ১/২ পার সেন কৃষকরা আমন ধান কাটছেন। এবার ভাল ফলন দেখা দেয়।