কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় চিংড়ি ঘেরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে এলাকাজুড়ে থেমে থেমে গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় মো. সিরাজ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নেজাম গ্রুপের সমর্থক ও স্থানীয় সওদাগরঘোনা এলাকার বাসিন্দা ওমর আলীর পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নেজাম গ্রুপ ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষ থেকে গুলি ছোঁড়া হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বর্তমানে সওদাগরঘোনা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, “ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এমুহূর্তে ঘাতকদের ধরতে অভিযান চলমান রয়েছে। সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।