চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক চিরিঙ্গা হাইওয়ে থানার পাশ্ববর্তী ইসলাম নগর এলাকায় পিক-আপ ও মোটরসাইকেল সংঘর্ষে রিয়াদ উদ্দিন(৩১) নামের এক যুবক নিহত হয়েছে। এতে পথচারীসহ গুরুতর আহত হয়েছে ২ জন।
শনিবার ( ২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ইসলাম নগর দরগাহ পাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন।
মোহাম্মদ আরিফুল আমিন ভোরের কণ্ঠকে বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে অজ্ঞাত একটি পিক-আপের সাথে মোটরসাইকেলের(রেজি নং- ঢাকা মেট্রো-ল-৫৮-৮৯৯১) সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় মোটরসাইকেল আরোহী রিয়াদ উদ্দিন মিয়াকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নিহত ব্যক্তি মাদারিপুর জেলায় রাজৈর থানার আলিয়ার রহমানের পুত্র।
আহতদের মধ্যে মাদারীপুর রাজৈর থানার দেলোয়ার মোল্লার পুত্র মুসা মোল্লা(২৮) ওবায়দুর কন্যা অথৈ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় একটি মোটরসাইকেল উদ্ধার হলেও পিক-আপের চালক পালিয়ে যায়। জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।###