কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ দল কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকার কাঁচা রাস্তার উত্তর পাশে বদীউল আলম ওরফে বদু’র পানের বরজে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার করা হয়—
১) মো. খোকন (৪০), পিতা—মৃত লালু মিয়া, সাং—সামিরাঘোনা, কালারমারছড়া ইউনিয়ন।
তার দেখানো মতে বরজের দক্ষিণ-পূর্ব কোণ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত বন্দুকটি কাঠের বাটসহ ২১.০২ ইঞ্চি লম্বা এবং ট্রিগার ও ফায়ারিং পিন সচল অবস্থায় ছিল।
অভিযানের সময় আসামির সহযোগী ২) নজির আহমদ (৩৫), পিতা—মৃত মনসুর আলম ওরফে রসু, সাং—সামিরাঘোনা, ৭নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি—পালিয়ে যায়।
মহেশখালী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত খোকনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে। অপরদিকে পলাতক নজির আহমদের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও দুইটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আলম বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে এবং একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মহেশখালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।