দীর্ঘদিনের দলীয় অভিজ্ঞতা ও জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে আবারো মনোনয়ন পেলেন এই জনপ্রিয় নেতা।
৮৫ যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি ২০১৮ সালেও একই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন।
বহুমাত্রিক রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্র রাজনীতি দিয়েই তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা শুরু করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে যুক্ত হন। সেখানেই তিনি এসএম হল ছাত্রদলের সভাপতি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
রাজনীতিতে অভিজ্ঞতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি বিএনপির সহ-দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, এবং পরবর্তীতে দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে প্রথমবারের মতো শার্শা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
স্থানীয় রাজনীতিতে তিনি একজন সৎ, বিনয়ী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। বিএনপির ক্ষমতাকালীন সময়ে তাঁর প্রচেষ্টায় এলাকায় বহু রাস্তা, বিদ্যালয় ও অবকাঠামো নির্মিত হয়। এছাড়া বিনা অর্থে প্রায় দুই শতাধিক ব্যক্তির চাকরির ব্যবস্থা করায় তাঁর প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা গভীর।
আসন্ন নির্বাচনে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন,
শার্শার মানুষের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
দলীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে মফিকুল হাসান তৃপ্তির প্রার্থিতা শার্শায় বিএনপিকে নতুন উদ্দীপনা দেবে।