চকরিয়া উপজেলার ঢেমুশিয়া জিন্নতআলী চৌধুরী উচ্চবিদ্যালয়ে লেখাপড়ার মানোন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষক পরিষদ।
আগামী ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলে বোর্ড পরীক্ষার ফরম ফিলাপ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢেমুশিয়া জিন্নতআলী চৌধুরী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন।
আগেরদিন রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটি ও শিক্ষক পরিষদের আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সেখানে উপস্থিত অভিভাবক ও অভিভাবিকা এবং শিক্ষকদের পরামর্শ অনুযায়ী এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফরম ফিলাপ না করানোর জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বিদ্যালয় সভাপতি।
তিনি বলেন, শিক্ষার্থীরা এসএসসির নির্বাচনী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে সেজন্য বিদ্যালয়ের পক্ষথেকে বিশেষ পাঠদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিভাবক সমাবেশের আলোচ্য মতামতের আলোক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার্থীদের বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হয়ে পাঠদানের ক্ষেত্রে সচেষ্ট ভুমিকা পালন করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে কোনধরনের ব্যাঘাত না ঘটে সেজন্য অভিভাবকরা নিজের অবস্থান থেকে সজাগ দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন।
ঢেমুশিয়া জিন্নতআলী চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন।
এছাড়াও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃসিরাজুল হক, সিনিয়র শিক্ষক জীবন চন্দ্র সুশীল, নাজিম উদ্দিন, আবদুল হালিম ও মোর্শেদ আলম প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। ##