কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী নতুন অফিস থেকে উত্তর হারবাং আজিজনগর পর্যন্ত মহাসড়কের ৪৪ কিলোমিটার অংশে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা রোধকল্পে তিন চাকার গাড়ি ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধে কঠোর হচ্ছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। সোমবার ৩ নভেম্বর সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় উপরোক্ত সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেছেন হাইওয়ে পুলিশ চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ আরিফুল আমিন ও মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন, উপজেলা কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী, চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান, চকরিয়া উপজেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, এবি পাটি চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম সিকদার বাচ্চু প্রমুখ।
সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বেশিরভাগ সদস্য চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক অবস্থা তুলে ধরে সবধরনের অপরাধপ্রবণতার বিরুদ্ধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা আশা করেন। একইসঙ্গে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকা তথা মহাসড়কের বক্সরোড, ফুটপাতের যানজট নিরসনে সভার দৃষ্টি আকর্ষণ করেন এবি পাটি চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম সিকদার। তিনি চকরিয়া পৌরশহরের যানজট নিরসন করে সৌন্দর্য ও শৃঙ্খলা ফেরাতে অনুরোধ করেন। পাশাপাশি ফুটপাতের দোকানগুলো সরিয়ে নেয়ার আগে তাদের জন্য নির্ধারিত স্টেশন গড়ে তোলার জন্য সভায় মতামত প্রদান করেন।
আইনশৃংখলা বিষয়ক কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান এসময় সভায় উপস্থাপন করা সবার মতামতের আলোক আলোচ্য বিষয়ের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা সংক্রান্ত সংশ্লিষ্ট কতৃপক্ষকে প্রস্তাবিত সুপারিশের আলোকে চকরিয়া উপজেলার আইনশৃংখলা পরিস্থতির উন্নতি, মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে ইজিবাইক ও সিএনজি অটোরিকশা গাড়ি চলাচল বন্ধে এবং চকরিয়া পৌরশহরের যানজট নিরসনে উদ্যোগ নিতে কাজ করার আহবান জানান। #