বিভেদ নয়,ঐক্য চাই শ্লোগানে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে অসহায়,হতদরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
৮ই নভেম্বর (শনিবার) সন্ধ্যায় ঈদগাঁও স্টেশনে নিরাময় ক্লিনিকে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্রদের মাঝে ছক, ডাষ্টার ও শিলেটসহ শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
বিতরনকালে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সহ সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, নিবাহী সদস্য হাফেজ মিজানুল হক, হাফেজ নজরুল ইসলাম, বাহাজা ট্রাভেল এজেন্সি সত্বাধিকারী হাসনাত মোহাম্মদ বিজয় এবং হাফেজ সাহেদ লতিফসহ আরো অনেকে।