কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে চোরাই ও হারিয়ে যাওয়া মোট পাঁচটি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ারের দিক নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও ম্যানুয়াল সোর্সিংয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ সোহরাব সাকিব ও এএসআই (নিঃ) খলিলুর রহমান। তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ও মালিক হারানো পাঁচটি বিভিন্ন মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইলগুলো তথ্যাদি শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নিকট হস্তান্তর করা হয়।
এছাড়া পুলিশ জানায়, উদ্ধারকৃত ফোনগুলোর মালিকানা যাচাই-বাছাই শেষে শিগগিরই প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হবে।
চকরিয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, “নাগরিকদের সহায়তায় এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে।”