যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৭( নভেম্বর) সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।
বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহকারী শামসুন্নাহার সহ অন্যান্য কর্মকর্তা - কর্মচারীবৃন্দ।