প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
মাতামুহুরিতে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ভেওলা মানিকচর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের গাজী পাড়া, ভাক্কারাপাড়া মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার রুকন উদ্দিন বাবর।
আরও উপস্থিত ছিলেন ভেওলা মানিক চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল মানিক, ইউনিয়ন যুবদলের সভাপতি মাষ্টার মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাজির হোছাইন, ওলামা দলের মাওলানা আবু তৈয়ব, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন লিটন, সাবেক যুগ্ন আহবায়ক জুসেফ বিন হায়দার, বিএমচর ইউনিয়ন ছাত্রদলের ইখতিয়ার বিন মাহমুদ জিদান ও মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ছোছাইন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।
অতিথিরা বলেন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও চরাঞ্চলের সমস্যাগুলো সমাধানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অবদান অনন্য। খুব শিগগিরই ঘোষণা করা হবে উন্নয়নমুখী নির্বাচনী ইশতেহার। দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীর সমর্থনে ধানের শীষকে বিজয়ী করা হবে, এ ব্যাপারে আমরা আশাবাদী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত