গণঅধিকার পরিষদের চট্টগ্রাম পার্বত্য বিষয়ক সহ সম্পাদক বলেছেন, আমরা প্রার্থীদের মধ্যে কোন সমস্যা নাই। তবে কক্সবাজার - ১ আসন চিংড়ি ঘের অঞ্চল নিয়ে গঠিত। এতে রয়েছে প্রচুর অবৈধ অস্ত্র। এ অস্ত্র ভোটের মাঠে ব্যবহার করা হতে পারে। তিনি প্রশাসনকে এ অস্ত্র উদ্ধার করতে অনুরোধ জানান।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘ জনগণকেই এবার মুখ্য ভূমিকা পালন করতে হবে, এবার যেহেতু মুক্ত স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকায় থাকতে হবে। মনোনয়ন যাচাই শেষে এই আসনে নির্বাচনী উত্তাপ ও রাজনৈতিক তৎপরতা আরো বাড়বে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগে গণঅধিকার মনোনীত প্রার্থী আবদুল কাদের ( ট্রাক প্রতিক) এর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। কক্সবাজার-১ আসনে ৫ প্রার্থী মনোনয়ন জমা দিলেও সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
আবদুল কাদের ছাড়াও মনোনয়ন বৈধ ঘোষিত অপর ২ প্রার্থী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল্লাহ আল ফারুখ ( বাংলাদেশ জামায়াতে ইসলামী)
ভোটের মাঠে বৈধ প্রার্থীদের সরব উপস্থিতি ও প্রচারণায় কক্সবাজার -১ আসনে এবার জমে উঠবে বহুমাত্রিক নির্বাচনী লড়াই— প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি ট্রাক প্রতিকে ভোট ও সকলের দোয়া কামনা করলেন।