কক্সবাজারের চকরিয়ায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বাটাখালী ও স্বপ্নপূরী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।
তিনি জানান, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রয় করায় মো: সাইফুল ইসলাম এবং সাইফুল নামের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ২৫০০০ টাকা অর্থদন্ড করা হয়।
এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।