জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। একজন মেধাবী ও পরিশ্রমী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি স্বল্প সময়ের মধ্যেই উপজেলার বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।ইউএনও মোঃ মঈন উদ্দিন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ ব্রিকফিল্ড, পাহাড়কাটা, অবৈধ বালু উত্তোলন এবং সরকারি ও বেসরকারি বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে অভিযান চালান। এসব অভিযানের ফলে পরিবেশবিনাশী কর্মকাণ্ড অনেকাংশে কমে এসেছে বলে স্থানীয়দের দাবি। একই সঙ্গে পাহাড়ি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়েছে।তবে অভিযোগ উঠেছে, চকরিয়া কেন্দ্রিক কিছু অসাধু ব্যবসায়ী ইউএনওর এই আপসহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনওকে নিয়ে বিরূপ ও অবমাননাকর মন্তব্য করে ভিডিও ধারণ করে তা প্রচার করছে বলে জানা গেছে।স্থানীয় সচেতন মহলের মতে, এসব অপপ্রচার প্রশাসনের আইনানুগ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। অবৈধ ব্যবসা বন্ধ হওয়ায় স্বার্থান্বেষী মহল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তারা মনে করেন।এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার শাস্তিযোগ্য অপরাধ বলেও তারা উল্লেখ করেন।এদিকে লামা উপজেলার সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন ইউএনও মোঃ মঈন উদ্দিনের প্রতি সমর্থন জানিয়ে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে তার কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।