ইরানের রাজধানী তেহরানে দেশটির সরকারের সমর্থনে হাজার হাজার মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার তেহরানের কেন্দ্রস্থলের একটি প্রধান স্কয়ারে দেশটির সরকারের প্রতি সমর্থন ও সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে রাজধানীর এনগেলাব (বিপ্লব) স্কয়ার। সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের স্মরণে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট ‘দাঙ্গা’ বলে অভিহিত করেছে তেহরান।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আহ্বানে তেহরানের পাশাপাশি দেশটির অন্যান্য শহরেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।