চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি সময়ে কৃষি জমি কেটে টপসয়েল লুটের কারবার চলছে।
এ অবস্থার কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। পাশাপাশি কমছে কৃষি জমির পরিমাণ। এতে ফসল উৎপাদন চরম হুমকির মুখে পড়েছে।
এমন পরিস্থিতিতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি লুটের বিরুদ্ধে অভিযানে নেমে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ও ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় মাটিখেকো চক্রকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ও বিকালে চকরিয়া উপজেলার দুই ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।
অভিযানে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে নাজিম উদ্দীন নামের একজনকে ১ লক্ষ টাকা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় একই অপরাধে রবিউল হাসান নামের অপর একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপ সয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ##