কক্সবাজারের চকরিয়ার প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ’র পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন।
জানা গেছে, দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১০ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক এসএম হান্নান শাহ মৃত্যু বরণ করেন। চিকিৎিসাধীন থাকাবস্থায় স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শুভানুধ্যায়ী প্রয়াত সাংবাদিক হান্নান শাহ এর পাশে দাঁড়ান। তাকে নানা ভাবে সহায়তা করেন। এছাড়াও সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সাহায্য নিয়ে পাশে দাঁড়ান।
প্রয়াত সাংবাদিক হান্নান শাহ এর তেমন সম্পদ ছিলো না। কোন রকম খেয়ে-পড়ে পরিবার নিয়ে জীবন চালাতেন। তার পরিবারে স্ত্রী ও দুই কন্যা এবং এক ছেলে সন্তান রয়েছে। সাংবাদিক এসএম হান্নান শাহ প্রয়াত হওয়ার পরে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহীন দেলোয়ার জানান, প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ এর পরিবারের বিষয়ে তার সহকর্মীদের কাছ থেকে বিস্তারিক খবর নিয়েছি। তিনি খুব সৎ ও নিষ্টাবান সাংবাদিক ছিলেন। তবে পারিবারিকভাবে তেমন কিছু নেই। সাদামাটা জীবন-যাপন করতো। এসব শুনে বুধবার তার পরিবারকে উপজেলায় ডেকে এনেছি।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ এর পরিবারের বিষয়টি ডিসি স্যার মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি বিবেচনায় নিয়েছেন। তার পরিবারের পাশে আমাদের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।###