টেকনাফ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদকে ২হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি।
১২ জুলাই (শনিবার) আনুমানিক ০৬:৫০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজার গামী একটি প্রাইভেটকার উখিয়ার জালিয়াপালং ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্ট পর্যন্ত আসলে কর্তব্যরত বিজিবির সদস্যগণ তল্লাশীর করে। তল্লাশীকালে আরোহী নূর মোহাম্মদ (৪৯), পিতা-মোঃ ইউছুফ আলী, (গ্রাম-নাজিরপাড়া, ডাক-টেকনাফ, থানা-টেকনাফ মডেল ও জেলা-কক্সবাজার) কে সন্ধেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামী স্বীকার করে যে, তার মলদারের মধ্যে ইয়াবা রয়েছে।
পরবর্তীতে তার মলদার হতে ০২টি কালো রঙ্গের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয় যা গণনা করে ২,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবা ও ধৃত আসামীকে উক্ত থানায় দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।###