লামা উপজেলায় ছাগল খাইয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার ঘনফুট অবৈধভাবে মজুত করা বালু জব্দ করেছে প্রশাসন। রবিবার (২০ জুলাই) দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ ছিল যে, মোঃ জহির নামের ব্যক্তি ছাগল খাইয়া এলাকায় অবৈধভাবে বালু মজুত করে আসছিলেন। স্থানীয়রা জানান, এর আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হলেও অবৈধ বালু মজুত বন্ধ হয়নি।অভিযানকালে বান্দরবান জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দকৃত বালু ছাগল খাইয়া মৌজার হেডম্যানের জিম্মায় রাখা হয়েছে।এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, “অবৈধভাবে বালু মজুত করে পরিবেশের ক্ষতি করা হচ্ছিল। মোঃ জহির দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজটি করে আসছেন। আমরা আগেও অভিযান চালিয়েছি, কিন্তু তিনি তা বন্ধ করেননি। এবার জব্দকৃত বালুর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”