টিকটক,ফেইসবুকের আসক্তি কমাতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন বন্ধের নিদের্শনা

লেখক: কক্সবাজার ( ঈদগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

 

কক্সবাজারের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবার শিক্ষার্থীদের মোবাইল ফোন বন্ধে কঠোরভাবেই নিদের্শনা জারি করা হয়েছে। শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে টিকটক ও ফেইসবুকের আসক্তি কমাতে এমন উদ্যোগ গ্রহণ করায় সত্যি সাধুবাদ জানালেন সচেতন মহল।
২১ জুলাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ  সিরাজুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এছাড়া ফোন ব্যবহার বন্ধে অভিভাবকদের সহযোগিতা ও কামনা করা হয়।

বিদ্যালয়ে অধ্যয়নরত ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ভিডিও ধারণ করে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। যার ফলে বিদ্যালয়ের ভাবমূর্তি চরম ক্ষুণ্ন হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হল। যদি কোন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়, তাহলে তা জব্দ করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ রয়েছে।