
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ মগছড়াজুম এলাকার শাশুড় বাড়ীতে যাওয়ার পথে সড়কে ব্যারিকেট দিয়ে অস্ত্রের মুখে সেনা সদস্য এবং তার স্ত্রীকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (২২ জুলাই) সাড়ে ১০ টার সময় এ ঘটনা ঘটে।
আহত-রমজান আলী (২৬) ডুলাহাজারা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের চা-বাগান এলাকার মৃত আব্দু সাত্তারের ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সেনাসদস্য হিসাবে কর্মরত রয়েছেন বলে জানা যায়।
আহত সেনা সদস্য রমজান আলী জানান-আমি ও আমার স্ত্রী কার্নিজ ফাতেমা শাশুড় বাড়ী যাওয়ার উদ্দেশ্য অটোরিকশা দিয়ে রওনা হই। যাওয়ার পথে ঘটনাস্থল মগছড়াজুম জামে মসজিদের পাশে পৌঁছলে হঠাৎ টমটম যোগে এসে চিহ্নিত সশস্ত্রাসী জনি সহ আরো ৪/৫জন ছিনতাইকারী আমাদেরকে গতিরোধ করে।
কিছু বোঝে উঠার আগেই আমাকে শক্ত কাঠ আর ছুরি দিয়ে আঘাত সহ লাথি,ঘুষি মেরে রক্তাত্ত করে মাঠিতে ফেলে দেয়। এ সময় আমি মাটিতে লুটিয়ে পড়লে আমার স্ত্রীর গলার স্বর্ণের চেইন,লেডিস ব্যাগ আর আমার মানি ব্যাগ নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন শিপু বলেন,সেনা সদস্য রমজান ও তাঁর স্ত্রীকে মারধর আর ছিনতাই ঘটনা শুনেছি, খুবই দুঃখজনক। তাই তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।
চকরয়িা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম এর কাছে সেনা সদস্য পরিবার ছিনতাইয়ের শিকার হয়েছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,লিখিত এজাহার পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।###