বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জায় অবস্থিত “ডেঞ্জার হিল রিসোর্ট”-এর একটি কটেজ থেকে মোঃ আনোয়ার হোসেন (৪৫) নামে এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই ) দুপুর সাড়ে ১২টায় রিসোর্টের ১২নং কটেজ থেকে লামা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটেছে।
নিহত আনোয়ার হোসেন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে ।
তার মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।
ডেঞ্জার হিল রিসোর্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন ডেঞ্জার হিল রিসোর্টের ১২নং কটেজে একাই অবস্থান করছিলেন। বুধবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে রিসোর্ট কর্মীরা কটেজের ভেতরে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তারা লামা থানায় খবর দেন।
খবর পেয়ে লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হলেও, পুলিশ মৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন জানিয়েছে, তারা সবদিক খতিয়ে দেখছেন ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।